ধান চাষে বৈশ্বিক সূচকে তৃতীয় বাংলাদেশ: কৃষিমন্ত্রী
ধান চাষে বৈশ্বিক সূচকে বাংলাদেশের বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সংসদের চলতি অধিবেশনে এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ধান চাষে র্যাংকিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ধান উৎপাদনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) সরকারিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন ধান বীজ উৎপাদন ও বিতরণ করে আসছে।
আরও পড়ুন: বোরোতে সাড়ে ১৭ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার
আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ দশমিক ৯৩ লাখ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে বরাদ্দ দিয়েছে। তার মধ্যে উপকারভোগী কৃষকের সংখ্যা ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।
তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলা বীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মেট্রিক টন বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ধানের দামে কৃষকের মাথায় হাত
মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থরক্ষায় বিএডিসির আওতাধীন ভাড়াভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচ চার্জ ৫০ শতাংশ হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর থেকে এখন পর্যন্ত চলমান।
আইএইচআর/এমকেআর/জিকেএস