‘সমলয়’ পদ্ধতির চাষ

বোরোতে সাড়ে ১৭ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২৩

বোরো মৌসুমে যন্ত্রবান্ধব ‘সমলয়’ পদ্ধতির চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার।

বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ প্রণোদনার মাধ্যমে সারাদেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর এবং ব্লকপ্রতি খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।

এ সংক্রান্ত সরকারি আদেশ আজ বুধবার জারি হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।