নয়াদিল্লির দূতাবাস থেকে উত্তর কোরিয়ার ভিসা নিতে হবে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ এএম, ০৪ ডিসেম্বর ২০২৩

ঢাকায় অবস্থিত দূতাবাস সম্প্রতি বন্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এখন থেকে ভারতের নয়াদিল্লিস্থ উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো পরিচালিত হবে। ফলে সেখান থেকেই বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া 

তিনি বলেন, ঢাকাস্থ উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনীতিকপত্রের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছে। বিশ্বব্যাপী কোরিয়ার মিশনগুলোর উন্নত ব্যবস্থাপনা এবং প্রতিস্থাপনের অংশ হিসেবে কোরিয়ার সরকার এরূপ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

রফিকুল আলম আরও বলেন, উত্তর কোরিয়া ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত তার তিন সহযোগী কর্মকর্তাসহ ঢাকা ত্যাগ করেন। এর মাধ্যমে বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে। তবে কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত পাক সং ইওপ ভবিষ্যতে আবারো ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাস খোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আইএইচআর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।