বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই: ফ্রান্সের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মেরি ম্যাসদুপুই।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্ডায় এমন কোনো আলোচনা ছিল না।অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

কোন কোন খাতে এ সংস্কারের বিষয়টি বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, শ্রমবাজার ও বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। যাতে ইউরোপের বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়। যে কারণে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সংস্কারের দরকার আছে।

বৈঠককালে ফ্রান্সের রাষ্ট্রদূতকে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। বর্তমানে যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেক্ষেত্রে ফ্রান্সের সহায়তা চায় বাংলাদেশ। কোন কোন খাতে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আরও আলোচনা হতে পারে।

আইএইচআর/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।