মহাত্মা গান্ধীর সমাধিতে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে রাজঘাট সমাধি কমিটির সম্পাদক রজনীশ কুমার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর সঙ্গে ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

রজনীশ কুমার রাষ্ট্রপতিকে তিনটি বই উপহার দেন। এরমধ্যে একটি মহাত্মা গান্ধী নিজের। এ ছাড়াও তিনি রাষ্ট্রপতিকে গান্ধীর একটি আবক্ষ মূর্তি উপহার দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।