সুন্দরবনে মাত্র একটি সাপ মরেছে : শাজাহান খান


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সুন্দরবনে তেলবাহী ট্যাংকার ডুবিতে এখন পর্যন্ত মাত্র একটি সাপ মরেছে। এছাড়া অন্য কোনো প্রাণী মারা যায়নি। মাদারীপুর সার্কিট হাউসে শুক্রবার সকালে এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘মিডিয়া শুধুমাত্র একটি মরা সাপ দেখাতে সক্ষম হয়েছে। এ ছাড়া পাখি, জলহস্তী, কুমিরসহ কোনো প্রাণী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলভর্তি একটি ট্যাংকার ডুবে যায়। এতে ফার্নেস ওয়েল সুন্দরবনের নদীতে ছড়িয়ে পড়ায় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে ধারনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারনা এর প্রভাব  কাটতে ৫০ বছর লাগতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।