শেখ হাসিনার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০২৪
শেখ হাসিনার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ করে বিএনপি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের আখড়া বাজার বিজয় চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এ কর্মসূচিতে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এতদিন যে গুম, খুন অবিচার হয়েছে তার বিচার করতে হবে।

একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শহরের একরামপুর থেকে ছাত্রদল, নগুয়া থেকে যুবদল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বিজয় চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

শেখ হাসিনার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। যতদিন বিচার হবে না ততদিন আমরা রাজপথে থাকবো।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার- নির্যাতন চালানো হয়েছে। গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।