রাজধানীতে মদ, হেরোইনসহ আটক ৩


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ, হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন, মো. খোকন মন্ডল (৩৫), জুয়েল মিয়া (২৬), ও রঞ্জু হোসেন রনি (২৮)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ ও তেজগাঁও থানাধীন ১৪৩ পূর্ব তেজতুরী বাজারস্থ কলা পট্রির গলির সমকাল বাণিজ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর উপ-পরিচালক (গণমাধ্যম) মারুফ আহমেদ।

তিনি জানান, র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ ও তেজগাঁও  থানাধীন ১৪৩ পূর্ব তেজতুরী বাজারস্থ কলা পট্রির গলি মাদক ব্যবসায়ীরা দেশীয় চোলাই মদ, হেরোইন বিক্রয় করছে। এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে র‌্যাব-২ সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ চোলাই মদ, ২৫ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রয়ের মোট ৩৭ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা নিজস্ব প্রযুক্তিতে দেশীয় চোলাই মদ তৈরি করে তা গ্রাহকদের চাহিদামতো স্থানে সরবরাহ করে আসছে। দেশীয় মদ তৈরি ও বিক্রয় ছাড়াও তারা অন্যন্য মাদকদ্রব্য যেমন হেরোইন, ইয়াবা, গাঁজাও বিক্রয় করতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।