পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে : মিজানুর রহমান


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনেই আমাদেরকে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন পাট অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মিজানুর রহমান। সোমবার সিলেটে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার পাট চাষ ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান আরও বলেন, পরিবেশের বিপর্যয়ের জন্য অন্যান্য কারণের পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের অবাধ ব্যবহারও অনেকাংশে দায়ি। তাই এসব কৃত্রিম পণ্য ব্যবহারের কুফল সম্পর্কে আরও জনসচেতনতা সৃষ্টি করা দরকার। বিশেষ করে চাল, চিনি, সার ও ভূট্টার জন্য পাটের ব্যাগ ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে। এজন্য পাইকারী ব্যবসায়ী ও মিল মালিকদের সহায়তা দরকার।

এছাড়া পাটের ব্যাগ ও অন্যান্য সামগ্রী ব্যবহার সহজতর ও কম দামে সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পাটজাত মোড়ক ব্যবহার সংক্রান্ত আইনের বিধিমালা সংশোধন করা হচ্ছে। পাটজাত পণ্য মোড়কীকরণের কাজে ব্যবহার নিশ্চিত করার জন্য দেশব্যাপী অন্যান্য কর্মসূচির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন- জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড নূরুল হক, সিনিয়র এএসপি সুমন মিয়া, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, চেম্বারের সাবেক পরিচালক মো. লায়েস উদ্দিন ও দিলওয়ার হোসেন, জালালাবাদ রাইস মিল মালিক কল্যাণ সমিতির সভাপতি হাজী মছদ্দর আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ব্যবসায়ী নেতা ও রাজনীতিক মো. আরিফ মিয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।