মঙ্গলবার গাজীপুর যাবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

জাতীয় কারা সপ্তাহ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন।

সকাল ১০টায় তিনি প্যারেড মাঠ পরিদর্শন ও সশ্রস্ত্র অভিবাদন গ্রহণ করবেন। সাড়ে ১০টায় ‘কারা সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ১১টায় কারা মেলা ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করবেন।

এ ছাড়া ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।