‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

‘১৯৭১ সালে লাখো শহীদের রক্তের ওপর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জন করেছিল বাংলার দামাল ছেলেরা। ২০২৪ সালেও ছাত্রজনতার রক্তের বিনিময়ে আরেকটি নতুন বাংলাদেশ পেয়েছে জাতি। সেই স্বপ্নের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র। যেখানে কোনো অনিয়ম থাকবে না, সুশাসন প্রতিষ্ঠা পাবে।’

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে চট্টগ্রামের পটিয়ায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নেতৃবৃন্দ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা দুপ্রকের সভাপতি সৈয়দ খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন ও দুপ্রক সদস্য শফিউল আজম।

এমডিআইএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।