শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
রমনা থানা, ফাইল ছবি

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তরুণের নাম রায়হান (১৯)।

পুলিশ বলছে, ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে। পথশিশু মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেট্রোরেল স্টেশনের নিচের একটি ঝুপড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এসময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে আসেন। তারা রায়হানকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে শিশুটি গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গ্রেফতার রায়হানের বিষয়ে রমনা থানার ওসি ফারুক জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।