প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে নেই বিশাল বহর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। তবে তার সফরসঙ্গীর মধ্যে কোনো আধিক্য নেই। ছোট দল নিয়ে তিনি এই সফর করবেন।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান প্রধান উপদেষ্টার সঙ্গে কারা যাচ্ছেন বা কতজন যাচ্ছেন- এ প্রশ্নের উত্তরে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শুধুমাত্র প্রোটোকলের সঙ্গে যারা জড়িত তারা যাচ্ছেন। আর উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সঙ্গে যারা রয়েছেন তারা যাচ্ছেন।

মোট কতজন যাচ্ছেন সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে সংখ্যা বলতে পারছি না।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো বিদেশ সফরে বিশাল সফরসঙ্গীর বহর থাকতো।

তবে প্রধান উপদেষ্টা ইউনূসের কয়েকটি বিদেশ সফরে সফরসঙ্গীর আধিক্য একেবারেই ছিল না। যা সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।

এমইউ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।