ইসির কেনা ইভিএমে ত্রুটি শনাক্ত, আরও অভিযান চালাবে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের অভিযানে ইসির কেনা ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়েছে। ফলে সামনে যেখানে যেখানে ইভিএম মেশিন সংরক্ষণ করা আছে সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে দুদক।

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী।

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বলেন, ২০১৮ সালে দেড় লাখ ইভিএম মেশিন কেনে ইসি। এ মেশিনের মধ্যে ১ লাখ ৫০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হিসেবে আমাদের কাছে অভিযোগ করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা দেখেছি, ইভিএমগুলো তিন জায়গায় সংরক্ষণ করেছে ইসি। তা হলো ইসি, বিএমটিএফ (বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড) ও ইসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে।

মেশিনগুলো র‍্যান্ডমলি যাচাই করবো। তিনটি মেশিন যাচাইয়ে একটি ত্রুটিপূর্ণ পেয়েছি। কিছুর যান্ত্রিক ত্রুটি ও কিছু অচল পেয়েছি। ইসি ৬১৮টি ইভিএম সংরক্ষণ করেছে। এছাড়া বিএমসটিএফ ৮৬ হাজার এবং ইসির ১০টি আঞ্চলিক অফিসে ৬২ হাজার ইভিএম সংরক্ষণ করছে।

তিনি বলেন, অভিযানকালে নিম্নমানের মেশিন কেনার ক্ষেত্রে কিছু রেকর্ড সংরক্ষণ করেছি। বাকি রেকর্ড সংরক্ষণ করবো। আরও তথ্য যাচাই করে। অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে ইসি আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইভিএম কেনা সংক্রান্ত সব রেকর্ড যাচাই করবো। আমাদের ফাইন্ডিংস হলো রেকর্ডপত্র সংরক্ষণ করেছি। বাকি ইভিএমগুলো যাচাই করবে দুদক। রেকর্ডও সংরক্ষণ করছি।

প্রকল্পের আওতায় প্রতিটি ২ লাখ ৩৪ হাজার ৩৭৩ টাকা দরে মোট দেড় লাখ ইভিএম সেট কেনা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন পায় প্রকল্পটি। ২০২৪ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হলেও এখনো তা ইসিকে বুঝিয়ে দেওয়া হয়নি।

নির্বাচন-ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ইভিএম ব্যবহার প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা।

এমওএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।