‘মানুষকে জিম্মি করে কর্মচারীরা আন্দোলনে নেমেছেন’
চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিরবেন রামু ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষিকা তাসরিফা চৌধুরী। আটশো টাকায় দুটি টিকিট নিয়েছিলেন। সকাল সাতটায় কক্সবাজার এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে জানতে পারেন ট্রেন ছাড়বে না। তাই তিনি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
কথা হলে তাসরিফা চৌধুরী জাগো নিউজকে বলেন, এটা কোন ধরনের আন্দোলন। মানুষকে জিম্মি করে সরকারি কর্মচারীরা আন্দোলন নেমেছে। হাজার হাজার যাত্রী সকাল থেকে দুর্ভোগে পড়েছে।
এদিকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের মতো চট্টগ্রামের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছয়টি আন্তঃ নগর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ট্রেন ছাড়েনি। সকাল ১১ টা পর্যন্ত সিডিউল অনুযায়ী ছয়টি আন্তঃনগর ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যেসব যাত্রী কাউন্টার থেকে টিকেট নিয়েছিলেন তাদের টিকেট ফেরত নেওয়া হচ্ছে। প্রতিদিন আন্তঃনগর, মেইল ও লোকাল মিলে ২৭ জোড়া ট্রেনে প্রায় ১২ হাজার যাত্রী যাওয়া আশা করে বলে জানান তিনি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৬ টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সকাল ৭টায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, সাড়ে ৭ টায় ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস, ৭টা ৫০ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, সকাল ৮ টায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকাগামী মেইল কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।
- আরও পড়ুন>>>
বগি আছে ইঞ্জিন নেই, স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী
ট্রেন বন্ধে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর
ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী শাহাবুদ্দিন বলেন, সকালে ট্রেন চলবে না এ তথ্য আমার জানা ছিল না। স্টেশনে এসে দেখি ট্রেন ছাড়ছে না। আমার মত শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।
এমডিআইএইচ/এসআইটি/জেআইএম