স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে মনিরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মনিরুজ্জামানের স্ত্রী ছোঁয়া বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশান্তি সৃষ্টি করতেন। আজ সকালের দিকে নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির একপর্যায়ে নিজে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

আরও পড়ুন

তবে মনিরুজ্জামান দাবি করে বলেন, কোনো ঝামেলা ছাড়াই হঠাৎ আমার স্ত্রী ছোঁয়া আমার গোপনাঙ্গ কেটে ফেলে।

জানা গেছে, মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার জয়কালী গ্রামে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ভাড়া থাকেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে গোপনাঙ্গ কাটা এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।