বনশ্রীতে নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে নির্মাণাধীন ভবনের নয়তলার ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রাশেদ মিয়া পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার উপনচৌদি ভাজনি গ্রামের আবু বক্কার সিদ্দিকীর সন্তান। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, খবর পেয়ে খিলগাঁও বনশ্রী লিংক রোডে নির্মাণাধীন ভবনের সামনে থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার সহকর্মীর কাছে থেকে জানতে পেরেছি রাশেদ মিয়া নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আল আমিন/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।