সময় কারও জন্য অপেক্ষা করে কি?

সাইফুল হোসেন
সাইফুল হোসেন সাইফুল হোসেন
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আমি কী শুনি জানো? আমি ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শুনি। সময় কখনো মানুষের জন্য অপেক্ষা করে না। জীবন এগিয়ে চলে, আর তা খুব দ্রুত চলে যায়। এই বছরগুলো নষ্ট করো না, সেগুলোকে কাজে লাগাও, বেঁচে থাকো।
আমি চাই তুমি ভয়ে কাঁপো—পাশে বসে সময় নষ্ট করার ভয়ে। ছয়দিন, ছয় সপ্তাহ, ছয় বছর কিংবা ষাট বছর পরও যদি তোমার স্বপ্নের কোনো কাছাকাছি পৌঁছাতে না পারো, সেটাই হবে দুঃস্বপ্ন। স্থবিরতা—এটাই তোমার আসল ভয় হওয়া উচিত। তাই উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও।

তোমার সেই আইডিয়া নিজে নিজে বাস্তবায়িত হবে না। সেই বই নিজে নিজে লেখা হবে না। জিমের ওজন গুলো নিজে নিজে উঠবে না। তোমাকেই এগিয়ে যেতে হবে, আর সেটা এখনই করতে হবে। আর অপেক্ষা নয়, আর ভাবা নয়, আর পরিকল্পনা নয়, আর অজুহাত নয়, আর আত্মপক্ষ সমর্থন নয়। ঝুঁকি নাও, সাহস দেখাও, প্রথম পদক্ষেপ নাও, এখনই কাজ শুরু করো।

একটি নতুন দিনের শুরুতেই লাফ দিয়ে উঠে দাঁড়াও, নিজের পায়ে শক্তভাবে দাঁড়াও, সামনে এগিয়ে যাও। প্রতিটি দিনকে নিজের সর্বোচ্চ দাও— তোমার সবশক্তি, সব ঘাম, সব পরিশ্রম।

আর পিছিয়ে থাকা নয়, আর শিথিলতা নয়, আর স্বপ্নদেখা নয়। স্বপ্নের সময় শেষ, এখন বাস্তবতার পালা। তোমার পরিকল্পনা স্পষ্ট হওয়া দরকার। তুমি সোমবার কী করছো? মঙ্গলবার কী করছো? বুধবার কী করছো? প্রতিটি মুহূর্তের জন্য তোমার নির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। জীবন ধাঁধার মতো, তোমাকে নিজেই তার প্রতিটি অংশ জোড়া লাগাতে হবে।

তোমার জীবনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড থাকে, আর সফল ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো তারা এই সেকেন্ড গুলো কীভাবে কাজে লাগায়। তুমি ধীরগতি, তুমি বেশি ভাবছো, বেশি সময় নিচ্ছো।

তোমার জীবন খুব দ্রুত শেষ হয়ে যাবে, চোখের পলকে। একদিন সব শেষ হয়ে যাবে। তাই তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যেতুমি বাঁচতে চাও, পুরোদমে জীবনকে উপভোগ করতে চাও।

যখন তুমি মারা যাবে, তখন যেন তোমার ভেতরে আর কোনো স্বপ্ন, আর কোনো পরিকল্পনা বাকি না থাকে। তোমার প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাও, প্রতিটি স্বপ্নকে বাস্তব করো।

আমরা এই জীবনে মাত্র একবার সুযোগ পাই, আর দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। তাই অপেক্ষা করা বন্ধ করো, এগিয়ে যাও। সিদ্ধান্তহীনতা দূর করো, মিথ্যাকে বাদ দাও।

একটি নতুন দিনের শুরুতেই লাফ দিয়ে উঠে দাঁড়াও, নিজের পায়ে শক্তভাবে দাঁড়াও, সামনে এগিয়ে যাও। প্রতিটি দিনকে নিজের সর্বোচ্চ দাও— তোমার সবশক্তি, সব ঘাম, সব পরিশ্রম।

তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করো, আর আরেকটি দিনও যেন তোমার হাত থেকে ফসকে না যায়।
লেখক: দি আর্ট অব পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট বইয়ের লেখক, কলামিস্ট, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট।

এইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।