রঙিন ফলে ভরপুর বাজার
প্রকাশিত: ০২:২২ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০২:২২ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
বাজারে উঠেছে শীতকালীন রংবেরঙের ফল। ছবি: মাহবুব আলম
-
কমলা, আপেল, ডালিম, বড়ই, আঙ্গুরসহ নানান জাতের রসালো ফল।
-
১৩০ টাকায় বিক্রি হচ্ছে মিষ্টি বরই।
-
চেরি আপেলের দাম ৪০০ টাকা।
-
আঙ্গুর ৪৬০ টাকা।
-
ডালিম ৪০০ টাকা।
-
২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কমলা।
-
পছন্দের কমলা বেছে নিচ্ছেন ক্রেতারা।