নাগরিক অধিকারের জন্য রাজপথে পর্দানশিনরা
১৬ বছর ধরে মুখচ্ছবির অজুহাতে পর্দানশিন নারীদের এনআইডি বঞ্চিত করে মানবাধিকার হরণের অভিযোগ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে। নিজেদের অধিকার ফিরে পেতে রাজপথে নেমেছেন পর্দানশিন নারীরা।
-
আগামী এক সপ্তাহের মধ্যে নাগরিক অধিকার ফিরিয়ে দিতে আল্টিমেটাম দিয়েছে মহিলা আনজুমান।
-
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে পর্দানশিন নারীদের এনআইডি বঞ্চিত করে মানবাধিকার হরণের অভিযোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয় মহিলা আনজুমান।
-
একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) একটি স্মারকলিপিও দিয়েছেন তারা।
-
সমাবেশে শতাধিক নারী সমাবেশে উপস্থিত ছিলেন।
-
আন্দোলনকারীদের দাবি, ১৬ বছর ধরে পর্দানশিন নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার, পর্দানশিন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখেই এনআইডি প্রদান, পর্দানশিন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় নারী অফিস সহকারী বাধ্যতামূলক করা হোক।