আজকের আলোচিত ছবি: ১৭ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় নটর ডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ এমভি গোল্ডেন স্টার আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি: পিআইডি
-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সকালে আলোচনা সভায় কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আজ দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধনে প্রতিবাদ জানান তারা। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসর। প্রতিবারের মতো খাবারের নানা আয়োজন নিয়ে মেলায় এসেছে ফাস্ট ফুড চেইন টেস্টি ট্রিট। বাহারি খাবারে স্বাদ নিতে টেস্টি ট্রিটের স্টলে হাজির হচ্ছেন বিভিন্ন বয়সী নানা শ্রেণিপেশার মানুষ। ছবি: জাগো নিউজ