ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা
যত দিন যাচ্ছে, ততই ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করছেন ক্রেতা-দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ। ছবি: মাহবুব আলম
-
টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশ মুখ ও উন্মুক্ত স্থানসহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর ভিড়।
-
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ছে।
-
মেলায় সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। কারণ, এসব স্টলে চলছে হরেক রকমের অফার। কর্মীরাও হাঁক-ডাকে তুলে ধরছেন নিজেদের পণ্যের কথা।
-
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠান, গৃহস্থালি পণ্য, ভোগ্যপণ্য, ফার্নিচার কোম্পানি, আইটি কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি, প্রসাধন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে বাণিজ্যমেলা এখন মুখর।
-
পছন্দের জিনিস কিনতে ও প্রিয়জন পরিবারসহ অনেকেই এসেছেন মেলায় ঘুরতে।
-
মেলায় আগতদের নিরাপত্তায় সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।