মেলার বাইরে আরেক মেলা
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসর। শুধু ভেতরে নয়, মেলা প্রাঙ্গনের বাইরে বসেছে আরেক মেলা। ছবি: জান্নাত শ্রাবণী
-
মেলার বাইরে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের আচার, ফুচকা, ডাব, চুড়ি, টিপ, বিভিন্ন ধরনের গহনা, ফুল, থ্রি-পিস, সংসারের নিত্য-প্রয়োজনীয় দ্রব্যাদি, ঘর সাজানোর পণ্য, ছেলেদের মানিব্যাগ, মেয়েদের পার্স, জুতা-স্যান্ডেল, ওয়ালম্যাট ইত্যাদি।
-
মেলার বাইরে খাবারের দোকান তুলনামূলক বেশি।
-
মেলায় প্রবেশের আগে গেইটের কাছেই আখের রস বিক্রি করছেন দোকানি।
-
রয়েছে হরেকরকম খেলনা।
-
চুড়ি নিয়ে বসেছেন দুই নারী।
-
বাঁশ ও বেতের তৈরি জিনিস নিয়ে এসেছেন এক বিক্রেতা। পাশেই পিঠা বানাচ্ছেন নারী।
-
এ যেন ওয়ালম্যাটের সমাহার।
-
মেলার বাইরের দোকানে মিলছে বাহারি সব খাবার।
-
রয়েছে চায়ের স্টলও।
-
মেলার বাইরে তাজা সবজি নিয়ে বসে আছেন দুই বৃদ্ধ।