আজকের আলোচিত ছবি: ২৪ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে কংগ্রেস সেন্টারে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা প্রফেসর ক্লাউস শোয়াব পরিচালিত সংলাপে অংশ নেন। ছবি: পিআইডি
-
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে ক্লাইমেট হাব ইভেন্টে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে কংগ্রেস সেন্টারে এনগ্রো কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার আবদুল সামাদ দাউদ সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। উদ্বোধনের পর থেকে মেলায় বাড়ছে ভিড়। শেষ সপ্তাহে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মেলা প্রাঙ্গণে তিল ধরার ঠাঁই নেই। ছবি: জাগো নিউজ
-
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য আজ বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে সিঙ্গাপুর পাঠানো হয়। ছবি: পিআইডি