দুর্গম পথে প্রতিযোগিতায় মেতেছে বাইকাররা
উঁচু-নিচু টিলা আর আঁকাবাঁকা পাহাড়ি পথ। মানুষের হাঁটাচলায় তৈরি এই পথজুড়ে রয়েছে ছোট-বড় অনেক পাথর। রয়েছে বালুর স্তর। মাঝে মধ্যে বালুর নিচে মাথা তুলে আছে বড় বড় পাথর। যে পথ দিয়ে একজন মানুষ হাঁটতেও অনেক হিসাব কষতে হয়, সেই আঁকাবাঁকা ও উঁচু-নিচু পথে অনুষ্ঠিত হয়ে গেলো মোটরসাইকেল রেসারদের প্রতিযোগিতা। ছবি: আহমেদ জামিল
-
৭ ফেব্রুয়ারি প্রকৃতি কন্যা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে এমন রোমাঞ্চকর প্রতিযোগিতার আয়োজন করে মোটো ম্যাডনেস বিডি।
-
দ্বিতীয়বারের মতো সিলেটে এই প্রতিযোগিতার আয়োজন করেছে মোটো ম্যাডনেস বিডি।
-
সিলেটে এই প্রথম দেড় কিলোমিটার দূরত্বের অফরোড ট্র্যাকে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৭৫ জন রেসার। তাদের সঙ্গে যোগ দেন ১ হাজারের বেশি দর্শক। সবাই নিবন্ধন করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই আয়োজনে অংশ নেন।
-
আয়োজকরা বলেন, অনেক রাইডার মহাসড়কে রেস করে। কিন্তু মহাসড়ক রেসিংয়ের জায়গা না। এজন্য অফরোডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেটের প্রকৃতিকে কাজে লাগিয়ে উঁচু নিচু টিলা ও পাথর বেষ্টিত এলাকায় বেশ রোমাঞ্চকর পরিবেশে রেসাররা প্রতিযোগিতা করেন।