আজকের আলোচিত ছবি: ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গভর্নমেন্টস সামিট-২০২৫ এর প্লেনারি সেশনে যোগ দেন। ডব্লিউজিএসের সম্মেলনস্থলে অনুষ্ঠিত প্লেনারি সেশনটি পরিচালনা করেন সিএনএনের বেকি অ্যান্ডারসন।
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন ভিসা অন অ্যারাইভাল সার্ভিস’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে আইএলও-এর প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
জাতিসংঘের পর্যবেক্ষক দলের প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খালেদ হোসেন
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক।
-
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষক-কর্মচারীরা।
-
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ছবি: জাগো নিউজ
-
লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
নরসিংদীর মাধবদীতে মূল সড়ক বাদ দিয়ে বাইপাস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: সঞ্জিত সাহা
-
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। ছবি: এম এ মালেক
-
শরীয়তপুরে সবজির ভালো ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বাজারে দাম কমায় উঠছে না পরিবহন খরচও। ফলে মাঠেই নষ্ট হচ্ছে লাউ, টমেটো, বাঁধাকপিসহ নানা সবজি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ছবি: বিধান মজুমদার