বাম্পার ফলনেও হতাশ চাষিরা
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ১১:২৪ এএম, ০৪ মার্চ ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে টমেটোর ব্যাপক চাষ হয়েছে। বিষমুক্ত টমেটো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। তবে বর্তমানে দাম কম থাকায় কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। হতাশ হয়ে পড়েছেন চাষিরা। ছবি: জাগো নিউজ
-
এ অঞ্চলের টমেটো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ সারাদেশে।
-
কৃষকেরা বলেন, টমেটোর বাম্পার ফলন হলেও দাম কম পাওয়ায় আমরা হতাশ। উপজেলায় এবার বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে।
-
বিক্রির শুরুতে ২ থেকে আড়াই হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হতো। বর্তমানে ৩০০-৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা করছি।
-
চাষিরা এখন গাছ থেকে টমেটো তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দাম কম থাকায় তারা হতাশ।
-
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর ১৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর ১৩০ হেক্টর জমিতে চাষ হয়েছিল।