সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন
প্রকাশিত: ১১:০৮ এএম, ১১ মার্চ ২০২৫
আপডেট: ১১:০৮ এএম, ১১ মার্চ ২০২৫
সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: অভিজিৎ রায়
-
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
-
এখন আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কুণ্ডলি রয়েছে।
-
সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিন বাজারে অবস্থিত বিদ্যুতের পাওয়ার গ্রিডে এই আগুনের সূত্রপাত হয়।
-
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, সকাল সোয়া ৭টার দিকে বিদ্যুতের ওই পাওয়ার গ্রিডে আগুনের খবরে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
-
পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।