পেঁয়াজ বীজে স্বপ্ন বুনছেন দিনাজপুরের চাষিরা
দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ৫০ জন চাষি পেঁয়াজ বীজ উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেছেন। পেঁয়াজ বীজ উৎপাদন করে তারা প্রত্যেকে লাখপতি হয়ে গেছেন। ছবি: এমদাদুল হক মিলন
-
শুধু বীরগঞ্জেই ৮ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন হচ্ছে।
-
পেঁয়াজের সাদা কদম শুকিয়ে বের হয় কালো বীজ, যার বাজারদর আকাশ ছোঁয়া। তাই এ বীজকে বলা হয় কালো সোনা।
-
দিন দিন এই কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী পাঠানপাড়া গ্রামে। এ গ্রামসহ আশেপাশের এলাকায় প্রায় ৫০ জন কৃষক পেঁয়াজ বীজ উৎপাদন করছেন।
-
মাঠে নারী-পুরুষ ফুল নেড়ে নেড়ে পরাগায়নে ব্যস্ত।
-
জানা যায়, নভেম্বর থেকে পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেতে কাজ করছেন শ্রমিকরা।
-
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বীরগঞ্জে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০ হেক্টর জমিতে। অর্জন হয়েছে ১৫১ হেক্টর জমিতে। বীজের আবাদ হয়েছে ৮ হেক্টরের বেশি জমিতে।