ফাঁকা ঢাকা
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ এপ্রিল ২০২৫
আপডেট: ০১:০৭ পিএম, ০১ এপ্রিল ২০২৫
রাজধানীর ব্যস্ত সব সড়কে নেই চিরচেনা সেই গাড়ির শব্দ, যানজট, পথচারীদের হুড়োহুড়ি এবং কর্মব্যস্ততা। ছবি: অভিজিৎ রায়
-
যান্ত্রিক কোলাহলে ভরা নগরী এখন যেন নীরবতা পালনে ব্যস্ত। ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন এক অন্যরকম আবেশ।
-
ঈদের ছুটিতে ফাঁকা এক প্রশান্তির রাজধানী দেখছেন ঢাকায় থেকে যাওয়া বাসিন্দারা।
-
অনেকে বলছেন, সবসময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেতো। ঢাকা হয়ে উঠতো সত্যিকারের বাসযোগ্য শহর।
-
ঈদের দিনের তুলনায় আজ সড়কে যানবাহন বেড়েছে। তবে যাত্রী তেমন নেই।
-
পাঠাও, উবারের বাইকচালকরা যাত্রীর আশায় অলস সময় পাড় করছে।
-
পরিবার নিয়ে রিকশায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে।