সাহাবুদ্দিন আহমেদ পার্কে দর্শনার্থীদের ভিড়
প্রকাশিত: ১০:১০ এএম, ০২ এপ্রিল ২০২৫
আপডেট: ১০:১০ এএম, ০২ এপ্রিল ২০২৫
ঈদের ছুটিতে ভিড় জমেছে গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে। ছবি: মুসা আহমেদ
-
শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্য সন্তানদের নিয়ে পার্কে এসেছেন অভিভাবকরা।
-
শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক। গুলশান-১ এর পুলিশ প্লাজার ঠিক বিপরীত পাশে দৃষ্টিনন্দন পার্কটির অবস্থান। পার্কটির চারপাশে স্বচ্ছ কাঁচে দিয়ে আটকানো। ফলে বাইরের চেয়ে পার্কের ভেতরে উচ্চশব্দ একেবারেই কম। তবে কাঁচে মোড়ানো হলেও পার্কের ভেতরের সবুজ পরিবেশ এবং শিশুদের আনন্দ-উল্লাস বাইরে থেকে পুরোপুরিই দেখা যায়।
-
ঢাকা উত্তর সিটি করপোরেশন মালিকানাধীন এই পার্কে শিশুদের বিনোদনের সব উপকরণ (রাইড) রয়েছে। সেখানে খেলাধুলা করছে শিশুরা।
-
বাবা-মা বা অন্য দর্শনার্থীরা পার্কের ভেতরে নতুন জামা কাপড় পরে ঘুরাফেরা করছেন।