দর্শনার্থীদের পদচারণায় মুখর যমুনা
ঈদুল ফিতরের উৎসব ঘিরে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড় যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণ পিপাসুদের ভিড় দেখা গেছে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
যমুনার সৌন্দর্য, সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে। এছাড়াও টাঙ্গাইলের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে।
-
পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা।
-
তবে অন্য সময়ের তুলনায় এবার দর্শনার্থীদের ভিড় কম লক্ষ্য করা গেছে। সেসময় বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানগুলো।
-
লেগুনা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সেতু পূর্ব এলাকায় ঘোরেন তারা।
-
এদিকে যমুনা সেতুর পাশেই সদ্য নির্মিত ‘যমুনা রেল সেতু’ দেখতেও ভিড় করছে মানুষ। এছাড়া জেলার মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল রেলস্টেশন ডিসি লেক ও এসপি পার্কে ভিড় লক্ষ্য করা গেছে।
-
পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা নৌকায় চড়ে যমুনার সৌন্দর্য উপভোগ করছেন। যমুনা ও রেল সেতুর নিচ দিয়ে নৌকায় বেড়ানো যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। নদীতে ঘুরতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা।