চিড়িয়াখানায় মানুষের ঢল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যাওয়ার রীতি অনেক পুরোনো। এবারের পবিত্র ঈদুল ফিতরেও ভাটা পড়েনি সেই রীতিতে। এরই অংশ হিসেবে আজ রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
সরেজমিনে দেখা যায়, হাজার হাজার মানুষ ঘুরতে এসেছেন।
-
শহরের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই চিড়িয়াখানায় এসেছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
-
দুপুরের পর থেকেই মিরপুর-১ সনি সিনেমা হল থেকে রায়েনখোলা মোড় হয়ে চিড়িয়াখানা পর্যন্ত দীর্ঘ যানজট লক্ষ করা গেছে। এ অবস্থায় অনেকেই বিসিআইসি কলেজের সামনে থেকেই হেঁটে চিড়িয়াখানা যাচ্ছেন।
-
বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানা দেখতে এসেছে ছোট্ট শিশুটি।
-
বাবার কাঁধে চড়ে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে ছোট্ট সোনামণি।
-
অন্যদিকে লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
-
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। গাছের গোড়ায় দেওয়া হয়েছে রঙ, বসানো হয়েছে নতুন দিকনির্দেশক ও সতর্কতামূলক সাইনবোর্ড।