ঈদেও জীবিকার তাগিদে ছুটছেন তারা
ঈদুল ফিতরের চতুর্থ দিন আজ। ঈদের উৎসবে রাজধানীতে ঘোরাঘুরি করতে বেরিয়েছে মানুষ। পরিবার ও পরিজন নগরের বাসিন্দারা বিভিন্ন বিনোদন স্পটে নিরিবিলি সময় কাটাচ্ছেন। কেউবা ফাঁকা ঢাকায় রিকশায় ঘুরছেন। তবে উৎসবের আমেজের মধ্যেও ঘোরাঘুরি নয়, বরং রুটি-রুজির তাগিদে কাজের সন্ধানেও বেরিয়েছেন অসংখ্য মানুষ। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
কেউ রিকশার প্যাডেল ঘুরিয়ে দিন পার করছেন, কেউবা ফেরি করে চা-বিস্কুট, সিগারেট-পান বিক্রি করছেন।
-
অনেকে আবার রং-বেরঙের বেলুন নিয়ে ঘুরছেন পথে পথে। বিক্রি ভালো হলে ঈদের এ উৎসবের মধ্যে ভালো খাবার জুটবে স্ত্রী-সন্তানসহ পরিবারের মুখে। দিনশেষে এটাই তাদের ‘ঈদ আনন্দ’।
-
রাজধানীর বিভিন্ন বিনোদন স্পট, সড়ক ও ফুটপাত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
-
ঈদের অন্য দুদিনের তুলনায় এদিন জীবিকার তাগিদে বের হওয়া মানুষের সংখ্যা বেশি চোখে পড়েছে। অন্যদিকে ঈদের দিন ও পরদিনের তুলনায় ঘোরাঘুরি করতে বেরোনো মানুষের সংখ্যা কম।
-
মিরপুর বেড়িবাঁধ এলাকায় রাস্তার দুপাশে ঘুরতে বের হওয়া মানুষের ভিড়। তার মধ্যে ফেরি করে পাঁপড় বিক্রি করছেন মধ্যবয়সী আজিবর আলী।
-
কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে পান-বিড়ি-সিগারেট ফেরি করে বিক্রি করছেন ৭০ বছর বয়সী আছিয়া বেগম।
-
ঈদের ছুটির মধ্যে বেশি আশা নিয়ে বের হন রিকশাচালকরা। তবে বাইরে ঘোরাঘুরি করতে বের হওয়া মানুষ কম হওয়ায় যাত্রী কম।