আজকের আলোচিত ছবি: ৪ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আজ থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ডাশো শেরিং তোবগের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে করমর্দন করেন। ছবি: পিআইডি
-
চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। কারও ছুটি আগামীকাল আবার কারও ছুটি শেষ হবে আজই। ফলে ঢাকা ছাড়া মানুষ ফিরতে শুরু করেছেন জীবিকার তাগিদে। তবে তীব্র ভিড় আর যানবাহনের চাপ, কোনোটিই নেই রাজধানীর প্রবেশ ও বাহিরের মুখগুলোতে। ছবি: জাগো নিউজ
-
জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া ১০ প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: জাগো নিউজ
-
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। ফলে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে সড়কে ও ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবি: জাগো নিউজ
-
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহুকে ঘিরে সাজ সাজ অবস্থা বিরাজ করছে। নতুন বছরকে বরণ ও পুরোনোকে বিদায় জানাতে উৎসবে মেতেছেন পাহাড়ের বাসিন্দারা। ছবি: জাগো নিউজ