আজকের আলোচিত ছবি: ৫ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভাতশালায় হাওরে বোরো ধানের ফলন পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে হাইকমিশনার নাহিদা সোবহান বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশি পণ্য ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: পিআইডি
-
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪ হাজার ৮৫০ জন। নিখোঁজ রয়েছেন ২২০ জন। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। ছবি: এএফপি
-
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ। এরই মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। বাস কিংবা ট্রেনে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। অন্য বারের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্ট তারা। ছবি: জাগো নিউজ