পরীক্ষার হলে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়
সারাদেশে আজ একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিক সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতি শেষ করে কেন্দ্রের সামনে হাজির হয়েছে। সঙ্গে এসেছেন অভিভাবকরা। ছবি: নাহিদ হাসান
-
শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষা করছে। হাতে কলম, পেন্সিল, রাবার, স্কেল, প্রবেশপত্রসহ দাঁড়িয়ে রয়েছে। ঠিক ৯টা বাজার সাথে সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।
-
অনেক শিক্ষার্থীকে তাদের পিতা-মাতা কেন্দ্রে নিয়ে এসেছেন। পরীক্ষার্থীদের অনেককে বেশ চিন্তিত দেখা গেছে।
-
তবে, শিক্ষার্থীদের চেয়ে বেশি চিন্তিত দেখা গেছে অভিভাবকদের।
-
অনেক অভিভাবক বলছেন বিগত সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সব মিলিয়ে শিক্ষার্থীরা পড়ার টেবিলে কম ছিল। তাই সন্তানদের পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা হচ্ছে।