আজকের আলোচিত ছবি: ১০ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকার পান্থপথে পানি ভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে বেদে, অনগ্রসর, চা শ্রমিক ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সমন্বিত নীতিমালা-২০২৫ এর খসড়া চূড়ান্তকরণের লক্ষে স্টেকহোল্ডারদের কনসুলেশন সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সুম্বুল রিজভি। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। ছবি: লিপসন আহমেদ
-
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে র্যালি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
-
মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে তাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
-
প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। ছবি: জাহাঙ্গীর আলম
-
অভিনব কায়দায় জোরপূর্বক ছাগলের পেটে পানি ঢুকিয়ে বিক্রি করে আসছিল একদল অসাধু ব্যাপারি। এ ধরনের প্রতারণার তথ্য পেয়ে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাহিদ পাটোয়ারী