আজকের আলোচিত ছবি: ২৩ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ খুলনায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: জাগো নিউজ
-
নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ। আজ জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন করে। ছবি: জাগো নিউজ