আজকের আলোচিত ছবি: ২৪ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কার্যালয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের ১১তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার। আমরা মনে করি, এই সরকার গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে তাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে। গণহত্যার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। ছবি: নাহিদ সাব্বির
-
ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: পিআইডি
-
ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: পিআইডি
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার পরিবর্তনের ৯ মাস পার হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিতে চান। আমরা তার কথায় বিশ্বাস রাখতে চাই। ছবি: জাগো নিউজ
-
সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথন-২০২৫। এই ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে এক হাজারের বেশি দেশি-বিদেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি। ছবি: মাহফুজুর রহমান নিপু