শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মীদের টানা অবস্থান
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৬ মে ২০২৫
আপডেট: ০১:৪৫ পিএম, ২৬ মে ২০২৫
ছয় দিন ধরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: নাহিদ সাব্বির
-
দাবিগুলো হচ্ছে- অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলাগুলো প্রত্যাহার এবং ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।
-
বিদ্যুৎ সেবা চালু রেখেই ঈদের ঠিক আগ মুহূর্তে এই অবস্থান কর্মসূচিতে শত শত কর্মী অংশ নিয়েছেন।
-
শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে তাদের উপস্থিতি যেন নীরব এক প্রতিবাদ-যেখানে ঘাম, ধৈর্য আর আশা একসূত্রে গাঁথা।
-
আন্দোলনকারীরা জানাচ্ছেন, টানা ছয়দিন কেটে গেলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস মেলেনি। তবে আন্দোলন থেকে সরে আসার কথা ভাবছেন না কেউ। তাদের প্রত্যয় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবেই।
-
পল্লী বিদ্যুৎ কর্মীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।