দাঁ-বঁটি তৈরিতে ব্যস্ত কামারপাড়া
কোরবানির ঈদ মানেই কসাইয়ের হাতিয়ার প্রস্তুতের মৌসুম। আর এই মৌসুমেই জমে ওঠে কামারপাড়ার কর্মচাঞ্চল্য। মাদারীপুরের পুরানবাজার, রাজৈর, কালকিনি, ডাসারসহ জেলার নানা হাট-বাজার এখন লোহার টুং-টাং শব্দে মুখরিত। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
চলছে দাঁ, বঁটি, ছুরি, চাপাতি তৈরির ধুম।
-
কেউ লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ির আঘাতে গড়ছেন ধারালো অস্ত্র, কেউবা পুরনো সরঞ্জামে দিচ্ছেন নতুন ধার। ঈদের প্রস্তুতিতে কামাররা যেন নিঃশ্বাস ফেলারও ফুরসত পাচ্ছেন না।
-
কামারপট্টির দোকানগুলোয় এখন শোনা যাচ্ছে ধাতব শব্দের এক অভিন্ন সুর।
-
ব্যস্ত কারিগরদের ঘামে ভিজছে কামারের ছাউনিচাপা ঘর।
-
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে অবিরাম ঠুকঠাক শব্দে লোহা পেটানোর কাজ।
-
জেলার বিভিন্ন অঞ্চলের দোকানিরা জানালেন, বছরের বাকি সময়টাতে কাজ না থাকলেও কোরবানির ঈদের এই কয়টা দিনই তাদের মূল রোজগারের সময়। একজন কারিগর প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ হাজার টাকা আয় করছেন।