ছবিতে তেজগাঁওয়ের কোরবানি হাট
ঢাকার ব্যস্ত প্রান্তে, তেজগাঁও কলোনি বাজারের মাঠে ধীরে ধীরে জমতে শুরু করেছে কোরবানির হাট। এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি, তবু হাটের মাঠে দেখা মিলছে এক অন্যরকম উচ্ছ্বাসের। গরু, পাইকারের হাঁকডাক, বাচ্চাদের হাসি আর অভিভাবকদের চোখে আগাম পরিকল্পনার ছাপ; সব মিলিয়ে ঈদের আগমনী সুর যেন বাজছে আগেভাগেই। ছবি: মাহবুব আলম
-
হাটে এখনো বড় গরু সংখ্যায় কম, তবে যা এসেছে, তা ঘিরেই যেন উৎসবের আবহ।
-
একেকটা গরুকে ঘিরে জটলা, কেউ হাত বুলিয়ে দেখছে, কেউ দাম কষার ভান করে জিজ্ঞাসু দৃষ্টি ছুঁড়ে দিচ্ছে গরুর মালিকের দিকে। ছবিতে ধরা পড়েছে এই আবেগমাখা মুহূর্তগুলো, যা শহুরে জীবনে এক ভিন্ন অনুভবের নাম।
-
এ হাট কেবল কেনাবেচার জায়গা নয়, শিশু-কিশোরদের কাছে এটি যেন খেলার মাঠ, কল্পনার রাজ্য। তাদের চোখে-মুখে এক অদ্ভুত রোমাঞ্চ। ছবিগুলো বলছে সেই নির্ভেজাল আনন্দের গল্প, যা আধুনিক শহরে আজ খুব কমই দেখা যায়।
-
বেচাকেনা এখনও গতি পায়নি। বেশিরভাগ ক্রেতা এসেছেন দেখতে। অনেকে পরিবার নিয়ে এসেছেন আগাম খোঁজখবর নিতে। দাম, ওজন, জাত-সব মিলিয়ে তুলনা চলছে পুরোদমে।
-
বেচাকেনা এখনও গতি পায়নি। বেশিরভাগ ক্রেতা এসেছেন দেখতে। অনেকে পরিবার নিয়ে এসেছেন আগাম খোঁজখবর নিতে। দাম, ওজন, জাত-সব মিলিয়ে তুলনা চলছে পুরোদমে।
-
তেজগাঁও কলোনি বাজার মাঠ যেন এখন এক উৎসবের মঞ্চ। বিক্রেতারা এখনো দাম নিয়ে গা ছোঁড়াছুঁড়িতে নেই, বরং জমজমাট প্রস্তুতি নিচ্ছে ঈদের সপ্তাহের জন্য।
-
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার এই হাটটি ধীরে ধীরে জমে উঠছে।
-
হাটের প্রতিটি ছবি যেন বলছে ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি আবেগ, পারিবারিক ঐক্য, আর ছোট ছোট হাসির গল্প।