বৃষ্টি ও আন্দোলনের অবরোধ, দিনের শুরুতেই থমকে গেল রাজধানী
সকালের হালকা বৃষ্টি মানেই রাজধানীতে শুরু হয় একধরনের চিরচেনা ব্যস্ততা-ছাতা হাতে স্কুলের পোশাকে ছোট ছোট ছেলেমেয়েরা, ব্যাগ নিয়ে গন্তব্যে ছুটে চলা কর্মজীবীরা, আর অফিস টাইমে যানজটের দীর্ঘশ্বাস। কিন্তু আজকের সকালটা অনেকের জন্য ছিল আরও একটু ভিন্ন। ঝিরিঝিরি বৃষ্টির পাশাপাশি কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে চলছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। ফলে দিনের শুরুতেই অচল হয়ে পড়ে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক। ছবি: জান্নাত শ্রাবণী
-
ভোর থেকেই রাজধানীতে শুরু হয় হালকা বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের গতি কিছুটা কমে এলেও পুরোপুরি থেমে যায়নি।
-
কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে যখন ইউআইইউ শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ অন্যান্য দাবিতে নতুনবাজার মোড়ে সড়কে অবস্থান নেয়, তখন যেন বৃষ্টির সঙ্গে মিশে যায় প্রতিবাদের সুর।
-
আন্দোলন ঘিরে বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট।
-
বৃষ্টির মধ্যে বাসে আটকে থাকা স্কুলগামী শিশুদের চোখে-মুখে দেখা যায় ক্লান্তির ছাপ, অফিসগামী মানুষরা অসহায়ভাবে তাকিয়ে থাকেন ঘড়ির কাঁটার দিকে।
-
নতুনবাজার থেকে বসুন্ধরা, বাড্ডা ও কুড়িলের দিকে যাওয়া মূল সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে হেঁটেই পাড়ি দেন অফিসের পথ।
-
একপাশে প্রতিবাদ, আরেকপাশে সাধারণ মানুষের অসহায়তা।
-
দীর্ঘ যানজটের কারণে অনেকেই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন।
-
শিক্ষার্থীরা বলছে, তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে। ক্যাম্পাসে উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, অথচ প্রশাসনের দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা নিয়ে কেউ কথা বলছে না। তাই তারা চায় প্রশাসনের স্বচ্ছতা, শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক।
-
তবে প্রশ্ন রয়ে যায়-এই আন্দোলনের ধাক্কায় যে পথচারী, স্কুলশিশু, রোগীবাহী অ্যাম্বুলেন্স কিংবা কর্মজীবীরা বিপাকে পড়ছে, তাদের ক্ষোভ কে শুনবে? অনেকেই বলছেন, ছাত্রদের দাবি ন্যায্য হতে পারে, কিন্তু তা যেন এমন না হয় যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
-
এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীর চিরচেনা সকালের দৃশ্য বদলে যায়। শহরের মানুষ আন্দোলনকে সমর্থন করুক বা না করুক, তাদের অনেকে চাইছেন-উভয়পক্ষই যেন সমঝোতার পথে আসে। প্রশাসন যেন শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে, আর শিক্ষার্থীরাও যেন তাদের প্রতিবাদ এমনভাবে করে যেখানে মানুষের চলাচলের অধিকার ব্যাহত না হয়।