আজকের আলোচিত ছবি: ২৮ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকায় বঙ্গভবনের দরবার হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় বঙ্গভবনের দরবার হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথবাক্য পাঠ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়ার বড়ডাঙ্গায় সংরক্ষিত চিংড়ি চাষ এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়ার বড়ডাঙ্গায় সংরক্ষিত চিংড়ি চাষ এলাকা পরিদর্শন শেষে চিংড়ি চাষে সম্পৃক্ত চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ঢাকায় এনসিটিবি মিলনায়তনে ‘পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় সভাপতিত্ব করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি