কুয়াশার চাদরে ঢাকা সকাল, শীতের শহরে জীবনযুদ্ধ
বেলা বাড়লেও ঢাকার আকাশ যেন আজো ঠিকমতো চোখ মেলেনি। সকাল গড়িয়ে ১০টা ছুঁয়েও রাজধানীর বাতাসে ভাসছে ঘন কুয়াশার আবরণ। হাতিরঝিল ও রামপুরা এলাকার দৃশ্য বলছে শীত আজ কিছুতেই ছাড় দিতে নারাজ। দূরের আলো-ছায়া কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে, গাড়ির হেডলাইট জ্বালিয়েও চালকদের এগোতে হচ্ছে ধীরে, সাবধানে। ছবি: মাহবুব আলম
-
এই শীতে ঢাকার মানুষ যেন ‘জবুথুবু’ এক বাস্তবতায় আটকে গেছে। ভোরের ঠান্ডা শরীর ছাড়তে না ছাড়তেই কর্মস্থলের তাগিদে রাস্তায় নামতে হচ্ছে হাজারো মানুষকে।
-
মোটা জ্যাকেট, শাল, কানঢাকা টুপি সবকিছুর পরও কনকনে হাওয়া হাড়ে হাড়ে ঠেকছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মুখে উৎকণ্ঠা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডাকে হারানোর চেষ্টা।
-
রাস্তার ধারে কোথাও কোথাও জ্বলে উঠেছে আগুন। সেই আগুন ঘিরে কয়েকজন দাঁড়িয়ে হাত সেঁকছেন। এ যেন শীতের সঙ্গে ছোট্ট এক লড়াই। আগুনের তাপে সাময়িক উষ্ণতা মিললেও চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।
-
দিনমজুর, রিকশাচালক, পথচারী সবার শীত এক হলেও বাস্তবতা ভিন্ন। কারও জন্য শীত মানে কেবল ঠান্ডা, কারও জন্য তা কাজ হারানোর শঙ্কা।
-
হাতিরঝিলের জলরাশির ওপর কুয়াশা আরও ঘন। শহরের পরিচিত সৌন্দর্য আজ যেন রহস্যময়। সকালের আলো কুয়াশা ভেদ করে নামতে চাইছে, কিন্তু পুরোপুরি পারছে না।
-
রামপুরার ব্যস্ত সড়কে শব্দ কম, দৃশ্য ঝাপসা ঢাকার চিরচেনা কোলাহলও আজ কিছুটা স্তব্ধ।
-
আবহাওয়ার এই চিত্র কেবল প্রকৃতির খেলা নয়, নগরজীবনের বাস্তবতাও তুলে ধরে। শীতের সকালে যারা পথে নামেন, তাদের প্রতিদিনের সংগ্রাম আরও স্পষ্ট হয়ে ওঠে। কুয়াশার আড়ালে ঢাকা এই শহর যেন মনে করিয়ে দেয় ঢাকা কখনোই থেমে থাকে না, ঠান্ডা কিংবা কুয়াশা কোনো কিছুই তার গতি পুরোপুরি থামাতে পারে না।
-
আজকের সকাল তাই শুধু শীতল নয়, ভাবনারও। কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে চলা মানুষগুলোই ঢাকার প্রাণ নিস্তব্ধতায়ও যারা শহরকে সচল রাখে।