আজকের আলোচিত ছবি: ২৭ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলন ২০২৫-এ সম্প্রচার সাংবাদিকতার নীতিনৈতিকতা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আজ রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। ছবি: পিআইডি
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থী-জনতা। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরই সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন। ছবি: জাগো নিউজ
-
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। ছবি: জাগো নিউজ
-
অপেক্ষার পালা শেষে ভোটার হয়েছেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছবি: সংগৃহীত