প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের অংশগ্রহণে প্রাণবন্ত কাব কার্নিভাল
শৃঙ্খলা, সেবা আর নেতৃত্বগুণে শিশুদের গড়ে তুলতেই প্রতি বছর আয়োজন করা হয় কাব স্কাউটদের জন্য বিশেষ অনুষ্ঠান। এবারের আয়োজন ছিল আরও রঙিন ও প্রেরণামূলক। ছবি: সিএ প্রেস উইং
-
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’।
-
দেশজুড়ে বিভিন্ন অঞ্চলের স্কাউটদের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।
-
শপথ, সাংস্কৃতিক পরিবেশনা, সৃজনশীল কার্যক্রম আর শিশুদের মুখরতায় দিনটি পরিণত হয় এক উৎসবমুখর অভিজ্ঞতায়, যার প্রতিটি মুহূর্তে ছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বার্তা।
-
কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
তিনি বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য ও নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য চারজন স্কাউট আত্মহুতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই।
-
দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না।
-
তোমাকে তোমার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে শুধু নিজে নয়, অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়।
-
অনুষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক ও বিভিন্ন স্কাউটদের মধ্যে পদক বিতরণ করা হয়।