প্রধান উপদেষ্টার হাত ধরে নতুন উদ্দীপনায় পরিবেশ মেলা ও বৃক্ষমেলা
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোনালু গাছ রোপণ করে পরিবেশ মেলা ২০২৫ ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। ছবি: সিএ প্রেস উইং
-
‘পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য’ এই বাণীকে সামনে রেখে প্রধান উপদেষ্টা উদ্বোধন করেন এই পরিবেশবান্ধব উদ্যোগের।
-
সোনালুর রঙিন ফুল যেমন আমাদের চারপাশে নতুন প্রাণ সঞ্চার করে, তেমনি এই অভিযান পরিবেশ সংরক্ষণে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে প্রত্যেকের মাঝে।
-
উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
তিনি বলেন, প্লাস্টিক পরিবেশের বিষ। এটি পৃথিবীর সব প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য নয়। ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা আমলে নিচ্ছি না। পৃথিবীতে মানুষ বাড়ছে, বাংলাদেশেও মানুষ বাড়ছে। তার সঙ্গে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে।
-
প্লাস্টিক দূষণ কমিয়ে আনার প্রধান উপায় বর্জন করা। এর উৎপাদন বন্ধ করলে দুনিয়া অচল হয়ে যাবে এমন নয়। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব এমন আত্মবিধ্বংসী চিন্তা-ভাবনা থেকে মুক্ত হতে হবে। জীবন বাঁচাতে হলে পরিবেশকে বাঁচাতে হবে এর কোনো বিকল্প নাই।
-
প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা পরিবেশ মেলা-২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করেন। তিনি পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপকদের মধ্যে জাতীয় পরিবেশ পুরস্কার, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার বিতরণ করেন।