সেতু নয় যেন ফাঁদ, সোনাহাটে আটকে গেল ট্রাক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফের ভেঙে পড়েছে সোনাহাট সেতুর পাটাতন। ২৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ভেঙে পড়ে স্টিলের পাটাতন। মুহূর্তেই আটকে যায় ট্রাকটি। বন্ধ হয়ে যায় যান চলাচল। হোঁচট খায় সীমান্ত যোগাযোগ। ছবি: রোকনুজ্জামান মানু
-
দীর্ঘদিনের পুরোনো এবং মেয়াদোত্তীর্ণ এই সেতুটি এমনিতেই ছিল ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই ভেঙে পড়ে সেতুর বিভিন্ন অংশ। অথচ মিলছে না স্থায়ী কোনো সমাধান। ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলতে হয় যাত্রী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের।
-
সম্প্রতি ঘটা এই দুর্ঘটনায় সবচেয়ে বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
-
স্থানীয়রা জানায়, ১৮৮৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু মূলত রেলসেতু হিসেবে তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় সেতুর একাংশ ভেঙে ফেলা হয় পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে। পরে এরশাদ সরকারের সময় এটি সড়ক সেতুতে রূপান্তর করা হয়। এরপর থেকে বারবার মেরামত হলেও সেতুটি আর পায়নি স্থায়ী রূপ।
-
এখন সেতুর বিভিন্ন স্থানে লোহার পাত খুলে গেছে, বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাটাতন ভাঙা অবস্থায় আছে। স্থানীয়দের প্রশ্ন -আর কতবার এই ধরনের ঘটনায় থমকে যাবে চলাচল?
-
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ওজনের ট্রাক ওঠায় পাটাতন ভেঙে গেছে। আমরা মেরামতের কাজ শুরু করেছি। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’